গালভরা প্রতিশ্রুতি দিয়েও তা প্রতিপালন না করা কার্যত জলভাত হয়ে গিয়েছে মোদী সরকারের কাছে। রেলের ক্ষেত্রেও ধরা পড়ল একই চিত্র। বিগত ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম আট মাসে সারা দেশে ২ হাজার ২৮২ কিলোমিটার নতুন রেল লাইন চালু হয়েছিল। কিন্তু ২০২৪-২৫ আর্থিক বছরের উল্লিখিত সময়সীমায় তা কমে হয়েছে ২ হাজার ৩১ কিলোমিটার!
শুক্রবার প্রকাশিত আর্থিক সমীক্ষা রিপোর্টে এমন তথ্যই পেশ করা হয়েছে। অথচ ইতিপূর্বে একাধিকবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন যে, প্রতি বছর গড়ে পাঁচ হাজার কিলোমিটার রেল লাইন প্রস্তুত করছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে আড়াই হাজার কিলোমিটার নতুন রেল লাইনও চালু না হওয়ার যে পরিসংখ্যান উঠে এসেছে, সেটা তাহলে কীসের নিরিখে? দেখা দিয়েছে সংশয়
