মোদী সরকারের ক্রমাগত দুয়োরানিসুলভ আচরণের কবল থেকে রেহাই পায়নি উত্তরবঙ্গের চা-বলয়ও। সাম্প্রতিক সময়ে, কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্ডিয়ান টি-বোর্ডের এক ফরমানে প্রায় ৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার চা-উৎপাদন। রাজ্য শ্রম দফতর চিঠি দেওয়া সত্ত্বেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি কেন্দ্র।
সম্প্রতিই চা-উৎপাদন ক্ষেত্রে কেন্দ্রের এহেন অবহেলার প্রতিবাদে মুখর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। আর এরপরই চাপে পড়ে চা তোলার দিন এগিয়ে আনতে বাধ্য হল কেন্দ্রের টি-বোর্ড। ১৭ তারিখের জায়গায় ১০ ফেব্রুয়ারি থেকেই চা তোলার দিন ঘোষণা করেছে তারা। একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে দিনক্ষণ।
এপ্রসঙ্গে দার্জিলিং জেলা সমতলের আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে জানিয়েছেন, সম্প্রতি আলিপুরদুয়ারে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবকে চা-উৎপাদনে বিপর্যের কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন আইনমাফিক ব্যবস্থা নেওয়ার কথাও। এরপরেই চা তোলার দিন এগিয়ে আনতে বাধ্য হয় কেন্দ্র। তবে, ইতিমধ্যেই ফার্স্ট ক্লাস এসে যাবার কারণে দুটি পাতা ও একটি কুঁড়ি ফেলে দিতে হচ্ছে। ফলত আর্থিক লোকসান হচ্ছে। পাশাপাশি চা-শ্রমিকদের পরিশ্রমও যাচ্ছে বিফলে।
