একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে চলছে মুষল পর্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, লোকাল ট্রেন থেকে কলকাতার রাজপথে দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার— সাম্প্রতিক অতীতে নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল দলেরই অন্য অংশকে। একের পর এক পুরভোট, উপনির্বাচন এবং সদ্যই পঞ্চায়েত ভোটে গোহারা হারের পর রাজ্যের বিভিন্ন জায়গাতেই চরম দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। গোদের ওপর বিষফোঁড়ার মত দল ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনায় আরও হতাশা বাড়ছে। এবার যেমন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বঙ্গ সফরের মধ্যেই পুরুলিয়া জেলা বিজেপিতে পুরনো ক্ষোভ মাথা চাড়া দিয়ে উঠল। নাড্ডাকে দেওয়া পুরুলিয়ার ৫ বিজেপি বিধায়কের একটি চিঠি শনিবার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। যার ফলে বেকায়দায় পুরুলিয়া জেলা বিজেপি শিবির।
ভাইরাল চিঠিতে দেখা গিয়েছে, নানা কারণ উল্লেখ করে বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গাকে বদলের দাবি জানানো হয়েছে। এতে সই রয়েছে জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো ও পাড়ার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরির। আর এই চিঠি ঘিরেই ফের প্রকাশ্যে এসে গেছে পুরুলিয়া জেলা বিজেপির বিদ্রোহ। সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় বিজেপির জেলা সভাপতির পরিবর্তন হলেও এই জেলায় কোনও পরিবর্তন হয়নি। ফলে এই গেরুয়া গড়েও পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী হয়েও হেরে যান বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা। দলীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে বিবেক রাঙ্গা পুরুলিয়া জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পান। তারপর থেকেই দলের মধ্যেই দাবি উঠেছিল তাঁকে সরানোর জন্য। কিন্তু বিবেক রাঙ্গা পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে পদ থেকে সরানো হয়নি।