৮ বছরের রাজ্য সরকারের কাজের খতিয়ান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার এই নিয়ে সব দফতরের মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরলেন রাজ্য সরকারের সাফল্যের কথা। বললেন, ‘পরিকল্পনা রূপায়নে দেশে এক নম্বর বাংলা’।
সরকারের ৮ বছরের কাজের খতিয়ান পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরিকল্পনা রূপায়নে দেশে এক নম্বর বাংলা’। মমতার কথায়, ‘পরিকল্পনা খাতে খরচ বেড়েছে ৮ গুণ। তাই পরিকাঠামো খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে’। মমতা আরও বলেন, ‘জিএসটি বাবদ সরকারের আয় বেড়েছে। ২০১৭-১৮ সালে প্রায় ২৩ শতাংশ আয় বেড়েছে সরকারের। আবার সামাজিক খাতে ব্যয় ৯ গুণ বেড়েছে। কৃষিতে ব্যয় বৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ’।
মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা ঋণ শোধ করা হয়েছে। ১০০ দিনের কাজে যাতে কোনও অবহেলা না হয়, সেদিকে কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ, “১০০ দিনের কাজে কোনও অবহেলা বরদাস্ত নয়।” পাশাপাশি, ডিজিটাল রেশন কার্ড নিয়েও আজ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারও ডিজিটাল রেশন কার্ড না থাকলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে লোকসভা নির্বাচনে এ রাজ্যে ২৭ হাজার কোটি টাকা বিজেপি ঢেলেছে বলে অভিযোগ জানান মমতা। তিনি বলেন, ‘প্রতি কেন্দ্রে ৪৫ কোটি টাকা খরচ করা হয়েছে’। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসছে সেই প্রশ্ন তোলেন তিনি। রাজ্যে দাঙ্গা ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। দা