চিঠি লিখে পুলিশের কাছে নিরাপত্তার দাবি করেছেন কংগ্রেস প্রার্থী হার্দিক প্যাটেল। সদ্যই প্রকাশ্য সভায় চড় খেয়েছেন তিনি। আর তারপর থেকেই প্রাণসংশয়ের আশঙ্কা করছেন। সেদিনের সভায় ব্যাপক গন্ডগোলও হয়। তারপর থেকেই তার এই ভাবনা বেড়েছে। পুলিশকে তেমনটাই জানিয়েছেন গুজরাটের পাতিদার আন্দোলন থেকে উঠে আসা হার্দিক।
পুলিশকে চিঠিতে হার্দিক লিখেছেন, “আমার আশঙ্কা, কোনও সমাজ বিরোধী আমার গাড়িতে হামলা চালাতে পারে। যার জন্য আমার মৃত্যুও হতে পারে। তাই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার দাবি জানাচ্ছি”।
ভোট প্রচারের জন্য রবিবার জামনগরে রোড শো রয়েছে তাঁর। পুলিশ সুপারের কাছে তাই আগে থেকেই চিঠি লিখে হার্দিক তাঁর আশঙ্কা প্রকাশ করেছেন। রোড শোতে তাঁর ওপর দুষ্কৃতীরা হামলা চালাতে পারে বলে তাঁর ধারণা।