ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র কার্যত ঘাসফুলের সাজানো বাগানে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের সর্বত্র। ভোটের প্রচারে এই উন্নয়নই হয়ে উঠছে তৃণমূলের প্রধান হাতিয়ার।আর এই অস্ত্রেই বাকিদের থেকে অনেক শক্তিশালী প্রার্থী আবু তাহের।
ইতিমধ্যে দলের কর্মীরা দেওয়াল লিখন, মিছিল, কর্মীসভা, জনসভা করে হাওয়া তুলেছে। একইসঙ্গে তারা সিপিএমের বিরুদ্ধে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক কর্মীদের কব্জা করতে চাইছে। প্রসঙ্গত, একদা এই এলাকা সিংহবাহিনীর দখলে ছিল। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাদের বুকে ছোরা মেরেছে সিপিএম। তৃণমূলের মুর্শিদাবাদ মহকুমা কমিটির সভাপতি রাজীব হোসেন বলেন, এখানকার ২৭৬টি বুথেই আমাদের কর্মী আছে। অন্য কোনও দলে তা নেই। তাছাড়া, মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হতে এখনও বামফ্রন্টের একাংশ আমাদের দিকে ঝুঁকে রয়েছে। এবার এখান থেকে কংগ্রেসকে সাফ করবই।
স্থানীয় বিধায়ক তৃণমূলের শাওনী সিংহরায় অবশ্য বলেন, “এখানকার দু’টি পুরসভা, একটি পঞ্চায়েত সমিতি, আটটি গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের তিনটি আসন এবং বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে। প্রচুর রাস্তা, ভাগীরথী নদীর পাড় বাঁধানো, পানীয় জলের পরিকাঠামো উন্নয়ন, প্রকৃতিতীর্থ মোতিঝিল পার্ক তৈরি-সহ প্রচুর উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে প্রচুর মানুষকে সহযোগিতা করা হয়েছে। তাই আমি গত বিধানসভা নির্বাচনে যা লিড পেয়েছিলাম, এবার তৃণমূল প্রার্থী সেই লিডকে টপকে যাবে বলে আশা করছি”।