মাত্র কিছুদিন আগেই মাতৃবিয়োগ হয়েছে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। তবুও সেই শোক সামলে তিনি ফিরে এসেছেন দলের কাজে। বুধবার বিকেলে রাজনগরে বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রাজনগরে এক প্রচার সভায় মূল বক্তা ছিলেন অনুব্রত। সভায় তিনি দলের কর্মী ও সমর্থকদের বলেন, “আপনারা সতর্ক থাকবেন, চোরের দল ঘোরাঘুরি করছে”।
জনসভায় তিনি বলেন, “সন্ধ্যা বেলায় চোর আসছে। আবার রাত ১২টার পর চোর আসছে। ধরে পিটিয়ে হাত-পা ভেঙে দিন। যেন চুরি করতে না পারে। তারপর যা বোঝার আমরা বুঝে নেব”। তিনি আরও বলেন, “চুরি করার অধিকার কারও নেই, চুরি করতে এলে হাত-পা ভেঙে দিয়ে লোকজন পুলিশকে ফোন করুক। এবার দেখবেন অনেক অনেক হাত-পা ভাঙা হাসপাতালে চিকিৎসা করাচ্ছে”।
তাঁর কথায়, “এলাকায় রাতে চোর ঘোরাঘুরি করতে দেখলে গ্রামবাসী যদি কড়া হন, তাতে অন্যায় তো কিছু নেই। আত্মরক্ষার অধিকার সকলের আছে”। এই চোরদের কি বিরোধীরা পাঠাচ্ছে? অনুব্রতর জবাব, “কে পাঠাচ্ছে জানি না, তবে চোর আসছে”। কেন্দ্রীয় বাহিনী যদি রাতে পাহারা দেয়? অনুব্রতর হুঁশিয়ারি, “ওরা সুষ্ঠুভাবে ভোট করাতে এসেছে। ওরা কারও দালালি করতে আসেনি। ওরা যদি ভাবে, আমরা দালালি করব, তা হলে মানুষ তাদের দালালি ছাড়িয়ে দেবে”।
রাজনগরে সভা করে আসার পর সিউড়িতে দলের ‘মহামিছিলে’ যোগ দেন অনুব্রত। শতাব্দী রায়ের সমর্থনে এদিন জেলা সদর সিউড়িতে বেশ বড় নির্বাচনী মিছিল করে সিউড়ি শহর ও ব্লক তৃণমূল। এদিন বিকেলে জেলা পুলিশ লাইন লাগোয়া চাঁদমারি ময়দান থেকে মহামিছিলের যাত্রা শুরু হয়। মিছিল শেষ হয় জেলা প্রশাসন ভবন লাগোয়া জেলা কালেক্টরেট মাঠে।