নববর্ষের দিনে চাকদার যুব তৃণমূলের অভিনব ভোট প্রচার। নৌকা করে করা হল ভোট প্রচার। যদিও নির্দিষ্ট কোনও আসন বা প্রার্থীর জন্য এই প্রচারের উদ্যোগ নেওয়া হয়নি। যুব তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন ৪২টি আসনেই তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য। তাঁদের বক্তব্য, সাম্প্রদায়িক বিজেপি এই দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিতে চাইছে। তাই গেরুয়া শিবিরের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে মমতা বন্দোপাধ্যায়ের হাত শক্ত করে ধরতে হবে। তাই বাংলায় তৃণমূলকে জেতাতে হবে। এই অভিনব প্রচারে নেতৃত্ব দেন চাকদা যুব তৃণমূলকর্মী সৌমিত্র ভট্টাচার্য।
এই নৌকা প্রচারে ২টি নৌকোয় ছিল মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের মডেল। এবং অন্য দুটি নৌকোয় ছিল নতুন বছরের শুভেচ্ছাবার্তা লেখা ব্যানার। আর এসব দেখে চাকদায় গঙ্গায় দুপাড়ে জনতার ঢল নামে। রীতিমতো মানুষের হুড়োহুড়ি পড়ে যায় এই প্রচার–দৃশ্য দেখার জন্য। চাকদা থেকে সুসজ্জিত নৌকো নদী বক্ষ থেকে প্রচার করতে করতে একের পর এক ঘাট পেরিয়ে চূর্ণী নদীতে পৌঁছয়। সেখানেও প্রচার করেন যুব তৃণমূল।
চাকদার নদীর ঘাটে থাকা সাধারণ মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাইয়ে তৃণমূল কর্মীরা রাজ্যে ৪২টি আসনা তাঁদের প্রার্থীদের জয়ী করার আবেদন জানান। তৃণমূল কর্মী সৌমিত্র ভট্টাচার্য বলেন, “এই আবেদন মমতা বন্দোপাধ্যায়ের। ব্যানার্জির। আমরা কেবল তাঁর আবেদন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মাত্র। সারা দেশকে বিজেপি ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো করে দিতে চাইছে। এই বিজেপি যদি ক্ষমতায় থেকে যায়, তা হলে দেশের সর্বনাশ হয়ে যাবে। এই বিষয়ে সকলের আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদে সরব হয়েছেন। তাই আপনারা ৪২টি আসনে তৃণমূল প্রার্থীদের জেতান”।