সিনেমার পর্দা থেকে রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছিলেন দেব। গত লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি। এবারেও তিনি প্রার্থী। সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদের কান্দিতে জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুল রহমানের সমর্থনে রোড-শো ও মিছিল করলেন দেব।
আজ দেব ঘুরলেন খড়গ্রাম থানার বিভিন্ন গ্রামে। দেবকে দেখতে গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছিল। সোমবার কলকাতা থেকে হেলিকপ্টারে কান্দিতে পৌঁছান তিনি। অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল খড়গ্রামের নগর এলাকায়। নগর গ্রাম থেকে কখনও পায়ে হেঁটে, আবার কখনও হুড খোলা জিপে চড়ে প্রচার সারলেন দেব ওরফে দীপক অধিকারী। বেশ কয়েকটি জায়গায় মঞ্চও তৈরি করে রেখেছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে ভাষণ দিতে দেখা গেল দেবকে। কান্দির খড়গ্রামে দেবের প্রচার চলে প্রায় ঘণ্টা খানেক।
কান্দিতে প্রচার সেরে ফের হেলিকপ্টারের জলঙ্গির উদ্দেশে রওনা দেন দেব। সেখানে মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনি সভা করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দেব আগের তুলনায় অনেক বেশি পরিণত। তাঁর রাজনৈতিক ভাষণ আগের তুলনায় অনেক বেশি দৃঢ়।