নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। দিল্লীতে কমিশনের সদর দফতরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রবাবু বলেন, ‘মোদীর অঙ্গুলিহেলনে চলতে গিয়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কমিশন।’
১১ ই এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফা ভোটে তাঁর রাজ্যে ৩০ থেকে ৪০ শতাংশ ইভিএম কাজ করেনি, এই অভিযোগে কমিশনকে চিঠি দিয়েছিলেন চন্দ্রবাবু। ১৫০ টি কেন্দ্রে পুনর্নির্বাচনেরও আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু কমিশনের তরফে সদর্থক প্রতিক্রিয়া না মেলায় শনিবার নিজেই কমিশনের সদর দফতরে হাজির হন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরার সঙ্গে কথা বলে খুশি নন চন্দ্রবাবু।
এরপরেই কমিশনের দফতরের বাইরে সরাসরি তাদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তীব্র ক্ষোভপ্রকাশ করে চন্দ্রবাউ বলেন, ‘নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা, তা সত্ত্বেও তারা কেবল প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকারের নির্দেশমাফিক কাজ করছে।’ নির্বাচন কমিশন তাঁদের কোনওভাবেই সহযোগিতা করছে না বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘দেশের মানুষ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এরপরেও কমিশন কার্যকরী ভূমিকা না নিলে, প্রতিবাদের রাস্তায় হাঁটতে হবে’। পাশাপাশি, অন্ধ্র প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষকের আরএসএস-যোগ নিয়েও অভিযোগ করেন চন্দ্রবাবু।




