হতে পারে বোবা জীব, একটা নির্দিষ্ট শব্দ ছাড়া আর কোনো ভাবে নিজের ভাব বোঝাতে সক্ষম নয়, কিন্তু ভালোবাসায় দায়বদ্ধতায় হয়তো মানুষের থেকে অনেক এগিয়ে। আরো একবার তার প্রমাণ পাওয়া গেল। উত্তরপ্রদেশে তিরিশ জনের প্রাণ বাঁচিয়ে নিজেই জীবন্ত পুড়ে গেল। উত্তরপ্রদেশের বান্দার ঘটনা। বাড়ির পোষা কুকুরের তৎপরতায় বাঁচল ত্রিশ জনের প্রাণ। ঘটনার এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থাকে জানিয়েছেন, আগুন দেখেই কুকুরটি খুব চিৎকার করতে থাকে। ঠিক সময়মতো লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল কিন্তু পোষ্যটির শেষরক্ষা হয়নি। একটি গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে মৃত্যু হয় পোষা কুকুরটির।
শুক্রবার রাতে বান্দার একটি বাড়িতে বিধ্বংসী আগুন লেগে যায়। আগুনের গ্রাসে চলে যায় বাড়ির একটি বড় অংশ। সেসময বাড়িতে ঘুমিয়ে ছিলেন কমপক্ষে ৩০ জন। আগুন দেখেই টানা চিৎকার করতে থাকে ওই বাড়ির এক পোষা কুকুর। সেই আওয়াজে বাড়ি থেকে বেরিয়ে আসেন ৩০ জন। কিন্তু শেষপর্যন্ত ভয়ঙ্কর শব্দ করে বিস্ফোরণ হয় একটি রান্নার গ্যাস সিলন্ডারে। তার আগুনেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ওই কুকুরটির।