গোয়ার রাজনীতি মঞ্চে বিজেপি যে অস্বস্তিতে আছে তা কদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। শুক্রবার এমজিপির নেওয়া একটা সিদ্ধান্তে তা স্পষ্ট হয়েছে। তাঁরা গোয়ায় বিজেপি সরকারের শরিক ছিল। আর তাঁরাই এইবার তাঁদের সমর্থন তুলে নিল বিজেপি থেকে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা এমজিপির কার্যনির্বাহী সভাপতি দীপক ধাভালিকর বিজেপির হাত ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। আর তাতেই বড় ধাক্কা খেল বিজেপি। লোকসভা নির্বাচনের মধ্যেই গোয়ার বিধানসভা নিয়ে চাপ বাড়ছে বিজেপির।
এমজিপি তাঁদের সিদ্ধান্তের কথা রাজ্যপালের কাছে চিঠি জমা দেবেন বলে জানান ধাভালিকর। তাঁর কথায় মনে করা হচ্ছে তাঁরা কংগ্রেসের হাত ধরতে পারে। আর তাতেই গোয়ার বর্তমান বিজেপি সরকার বিধানসভায় চাপে পড়তে পারে বলে মনে করছেন রাজনীতিবিদরা।
এমজিপি তাঁদের সমর্থন তুলে নেওয়ার পেছনে কারণ হিসাবে মূলত মতপার্থক্যই দায়ী। ২০১২ সালে কংগ্রেস শিবির ছেড়ে এমজিপি যোগ দিয়েছিলে বিজেপিতে কিন্তু আবার তাঁরা পুরোনো ডেরায় ফিরে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
এই প্রত্যাহারে বিধানসভায় নিজেদের অস্তিত্ব ধরে রাখতে বেশকিছু অঙ্কের সামনাসামনি হতে হবে। কারণ বিজেপির হাতে আছে মাত্র ১৪ টা আসন। গোয়ার বিধানসভা আসনের ম্যাজিক ফিগার ১৯। এখন এটাই দেখার বিজেপি কিভাবে তাঁর তরী সামলায়।
মনোহর পারিকরের মৃত্যুর পর থেকেই চাপে ছিল বিজেপি। কারণ গোয়ার বিজেপি শিবির পারিকরের ছাতার ছায়ায় ছিল। আর সেই ছাতা সরে যাওয়ায় দিশেহারা গেরুয়া শিবির।




