পাহাড়ে প্রার্থী নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্শিয়াংয়ের নির্বাচনী জনসভা থেকে কটাক্ষ করে মমতা বলেন, ‘বিজেপি পাহাড়ে লোক পেল না, লোক পেল না সমতলেও। তাই মণিপুর থেকে প্রার্থী নিয়ে আসতে হল বিজেপিকে। গতবার দিল্লীর লোক হয়েছিলন প্রার্থী, এবার মণিপুরের’। পাশাপাশি গোটা দেশে ৫৪৩-এর মধ্যে ১০০ আসনও বিজেপি পাবে না বলে এদিন জানিয়ে দেন মমতা।
এদিনের প্রচার সভা থেকে মমতা বলেন, ‘আমি পাহাড় ও সমতলের মধ্যে সেতুবন্ধন করতে চাই। তাই পাহাড়ের ভূমিপুত্র অমর সিং রাইকে প্রার্থী করেছি। পাহাড়ের প্রার্থী আর সমতলের প্রতীক। আর ওরা প্রার্থী করেছেন মণিপুর থেকে। বাইরে থেকে প্রার্থী করবে, আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট জিতবে, আর পাত্তা থাকবে না পাঁচ বছর’। মমতার কথায়, ‘বিজেপি শুধু পাহাড়ে আগুন জ্বালাতে চায়। ওদের শুধু একটা আসনে জেতা দরকার। আর আমাদের দরকার পাহাড়কে। কারণ আমরা পাহাড়কে ভালোবাসি, ভালোবাসি গোর্খাদের। থাকতে চাই একসঙ্গে, কাজ করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে। তাই দার্জিলিংয়ের কথা ভেবেই এবার বদলে দিন’।
এদিন পাহাড় থেকে বিজেপি ও বিমল গুরুং-রোশন গিরিদের একযোগে বিঁধেছেন মমতা। প্রশ্ন তুলেছেন, ‘পাহাড় উন্নয়নের টাকা কোথায় গেল?’ পাহাড়ের উন্নয়নের টাকা নিয়ে বিমল গুরুং-রোশন গিরিরা চম্পট দিয়েছেন বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, একটা পার্টি দিল্লিতে বড়বড় কথা বলে, আর পাহাড়ে বিভাজন করে। আগুন জ্বালানোই ওদের কাজ’।
এদিন এনআরসি নিয়েও সরব হন মমতা। বলেন, ‘বাংলায় এনআরসি করতে দেব না। নাগরিকত্ব সংশোধনী বিলও নয়। অসমে এনআরসিতে বহু বাঙালি-গোর্খাদের নাম বাদ পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে তিনি বলেন বিজেপি আর ক্ষমতায় আসবে না। এসব হবেও না। সব রাজ্যেই বিজেপির আসন কমবে, এ রাজ্যে শূন্য পাবে’।




