নরেন্দ্র মোদীর বিরুদ্ধে টুইটারে তোপ দেগে তাঁকে এতদিন ‘স্যরজি’ বলে সম্বোধন করতেন শত্রুঘ্ন সিনহা। এবার সেই সম্বোধনের আগে ‘আউটগোয়িং’ বা ‘বিদায়ী’ শব্দটি জুড়লেন তিনি। মোদীকে ‘বিদায়ী স্যরজি’ সম্বোধন করে চোখা চোখা টুইট করেছেন বিজেপি থেকে কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রাখা শত্রুঘ্ন।
মোদীকে কটাক্ষ করে টুইটে শত্রুঘ্ন লেখেন, ‘প্রধান্মন্ত্রীর ভাষণে সারবত্তা কিছু নেই। শুধু একই কথার পুনরাবৃত্তি। প্রধানমন্ত্রীর এই চর্বিতচর্বন নিতান্তই বিরক্তিকর ও একঘেয়ে’। মোদীকে ব্যঙ্গ করে করা আর একটি টুইটে ইভিএম নিয়ে বিঁধেছেন শত্রুঘ্ন। তিনি লিখেছেন, ‘বিদায়ী স্যরজি আপনি ইভিএমের অপব্যবহার করেন। আপনি একজন অত্যন্ত দাম্ভিক ব্যক্তি। তা স্বত্বেও আপনার প্রতি আমার শুভকামনা রইল। বিদায়বেলায় আপনাকে আমার পরামর্শ, আপনি সোজা পথে চলুন। সোজা হয়ে চলুন’।
সম্প্রতি লালকৃষ্ণ আডবানীকে টিকিট না দেওয়া নিয়েও বিজেপির বিরুদ্ধে সরব হন শত্রুঘ্ন। মোদী-শাহর বিরুদ্ধেও একাধিকবার মুখ খুলেছেন বিহারীবাবু। মোদীর ভাষনে বিষয় ও গভীরতার অভাব রয়েছে বলে এই টুইটে দাবি করেছেন বিহারীবাবু। বাহাত্তর বছরের এই নেতা টুইটারে লেখেন, ‘বিদায়ী স্যরজি আমি এখনও আপনার শুভাকাঙ্খী। তাই আমার বিনীত পরামর্শ, এই শেষ সময়ে আপনি সোজা কথা সোজা ভাবে বলবেন’।
