রাজ্যের আধিকারিকদের সঙ্গে কমিশনে ‘অভব্যতা’ করার অভিযোগ উঠল বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে।
বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করে তাঁদের বক্তব্য শোনেন। সেই বৈঠকে ঢুকেই মুকুল রায় জানান, রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের সামনে কোনও কথা বলবেন না। মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাব তখনই বৈঠক ছেড়ে বেরিয়ে যান। মুকুল পরে দাবি করেন, ‘পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে একান্তে কথা বলতে চেয়েছিলাম’।
মুকুলের এমন আচরণে দলের অন্দরেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করছেন, মুকুলের এমনভাবে প্রতিক্রিয়া দেখানো উচিৎ হয়নি। বিজেপির এক রাজ্য নেতার কথায়, ‘যখন অন্যসব বিরোধীদল রাজ্যের অফিসারের সামনে কথা বলছে, তখন আমাদের দলের তরফে আগ বাড়িয়ে এটা না বললেই ভালো হত। এমন বৈঠক তো আরও হবে। আর রাজ্যের বিষয়ে আমাদের তো রাজ্যের নির্বাচনী অফিসারেরই দ্বারস্থ হতে হবে’। অবশ্য মুকুলের এমন ‘অভব্যতা’ নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু বলেন, ‘আমরা আমাদের কাজ করে যাচ্ছি’।
রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিবেক দুবে বলেন, ‘রাজ্যের সব বুথ অতি স্পর্শকাতর হতে পারে না। প্রত্যেকটা বুথ পরীক্ষা করেছি। যারা অভিযোগ করেছেন তাঁদের প্রমান দিতে বলেছি। সব জায়গায় বাহিনী থাকবে’।
