ভোট শুরু হতেই প্রচারের সূত্রে দেওয়ালগুলো হয়ে যায় রাজনৈতিক ক্যানভাস। তৃণমূল এই দেওয়ালের প্রচারে তো এগিয়ে ছিলই, এবার সোশ্যাল মিডিয়ার প্রচারেও টেক্কা দিচ্ছে অন্যদের। নেটিজনেরা বলছে, সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভোট প্রচারে বেশ কয়েক কদম এগিয়ে তৃণমূল। যদিও বিজেপির দাবি, তারাও নাকি এদিকে পিছিয়ে নেই। তবে তাঁদের কথায় কান দিচ্ছে কে? কারণ দিনরাত সোশ্যাল মিডিয়া ঘাটা যুবক-যুবতীরা বলছেন, তৃণমূল এগিয়ে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যায় তৃণমূলের প্রচার। এখানে প্রধান টার্গেট যুবসমাজ বা নব্য ভোটাররা। তাই তৃণমূলের প্রচারকরা সামনে আনছেন মমতা বন্দোপাধ্যায়ের দেশকে নেতৃত্বদানের স্বপ্ন। বহু সাইটে লেখা হয়েছে, ‘বলছে দেশের জনতা/ প্রধানমন্ত্রী মমতা’। নির্বাচন কমিশনের প্রচেষ্ঠায় এবার নতুন ভোটার বেড়েছে প্রচুর। আর নতুন প্রজন্মের বেশি সময় কাটে নেট দুনিয়ায়। তাই সোশ্যাল মিডিয়ার প্রচারে এগিয়ে থাকাটা খুব জরুরি৷ তাই তৃণমূল নতুন প্রজন্মের কাছে উপযোগী ও আকর্ষনীয় বিষয়গুলি প্রচারে আনছে।