‘বারাণসী থেকে লড়লে কেমন হয়’ মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই ইঙ্গিতের পর আজ শুক্রবার বারাণসী কেন্দ্র নিয়েই মোদীকে এক হাত নিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। ‘পাঁচ বছরে এক দিনও নিজের কেন্দ্রে আসার সময় পাননি প্রধানমন্ত্রী’ বলে এদিন কটাক্ষ করেন তিনি।
উত্তরপ্রদেশের ফৈজাবাদে নির্বাচনী জনসভায় উপ্সহিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই মোদীকে অস্বস্তিতে ফেলে এ কথা বলেন প্রিয়ঙ্কা। তাঁর কথায়, ‘বারাণসীর লোকজনের কাছে শুনে আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে, গত পাঁচ বছরে মোদী এক বারও বারাণসীতে আসেননি। সংসদীয় এলাকার একটি গ্রামে এক বারের জন্যও আসার সময় পাননি। পাঁচ বছরে কোনও একটি পরিবারের এক জন লোকের সঙ্গেও কথা বলেননি।’ মোদীর এই বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেন প্রিয়াঙ্কা বলেন, ‘‘উনি আমেরিকা, জাপান, চিন – গোটা বিশ্বে ঘুরেছেন। কিন্তু তাঁর নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে কথা বলার সামান্য সময়ও হয়নি।’
মোদীর নেতৃত্বে কেন্দ্রের এনডিএ সরকারকে ‘জনতা বিরোধী’ এবং ‘কৃষক বিরোধী’বলেও আক্রমণ করেন প্রিয়ঙ্কা। প্রিয়াঙ্কার কথায়, ‘খুব সামান্য বিষয়, কিন্তু তাৎপর্য বিশাল। এর থেকেই সরকারের মনোভাব বোঝা যায়। এটাই প্রমাণ করে এই সরকার বড়লোকদের আরও বড়লোক করেছে, আর গরিবদের গরিব।’
