বিজেপির আমলে অতিরিক্ত দেশপ্রেম দেখানো হলেও তার আড়ালে রয়েছে প্রধানমন্ত্রীর সাধের ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্নকে ধাক্কা দেওয়ার কড়া বাস্তব৷ কারণ গুজরাতে দেশের উচ্চতম মূর্তি তৈরিতে ব্যবহার হয় চিনা সামগ্রী৷ ভারতীয় বাজারে চিনা পণ্যের রমরমা নিয়ে তেমন কথা হয়না। কিন্তু এই ভোটের বাজারেও ‘মেড ইন চায়না’ শোভিত হাতঘড়িতেই ভরসা গেরুয়া শিবিরের। ভোটের বাজারে দেদার বিক্রি হচ্ছে চাইনিজ হাতঘড়ি, তাতে বিজেপির লোগো। কমলা রঙের বেল্ট এবং বেল্টের মাঝে ডায়ালের ওপর পদ্ম ফুল আঁকা কভার। চলতি ভোটের মরশুমে কলকাতার বড় বড় বাজারগুলোতে দেদার বিকোচ্ছে এই ভোট প্রচারের উপকরণ। দাম মাত্র ৫০ থেকে ১০০-এর মধ্যে।
নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে জীবন ধারণের বহু মূল্যবান জিনিসপত্র ব্যবহারে ১৩৩ কোটির ভরসা চিন। ভোট প্রচারেই বা তার ব্যতিক্রম হবে কেন! প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’-র স্বপ্নে জল ঢেলে দিল ভোটের মরশুমে বিজেপির লোগো দেওয়া এই হাতঘড়ি। ২০১৯ এর সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভরসা সেই চিন-ই। উত্তর কলকাতা মানেই অবাঙালি সম্প্রদায়ের দীর্ঘদিনের বসবাস৷ প্রচারেও তাদের রমরমা চোখে পড়ে৷ তবে সব থেকে চোখ পড়ছে চিনা হাতঘড়িতে বিজেপি লেখা৷ প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন চুরমার হইয়ে গেছে কারণ তাঁরই দলের প্রতীক শোভিত হাতঘড়ি আসছে চিন থেকে৷