সোমবার দুপুরে লাটাগুড়িতে একটি সভা করার পর ধূপগুড়ি কমিউনিটি হলে তৃণমূলের একটি কর্মীসভায় অংশ নেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী, সহ–সভাপতি দুলাল দেবনাথ, জেলা সম্পাদক রাজেশ কুমার সিং, ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়–সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। সেখানেই তিনি প্রশ্ন তুললেন, “পাঁচ বছরে মোদী কী ভালো কাজটা করেছে?”
ধূপগুড়িতে কর্মীসভায় তিনি বলেন, ‘নিজের বুথকে সবাই আগলে রাখুন। কোনও গুজবে কান দেবেন না। তবেই আমাদের জয় নিশ্চিত হবে। প্রতিটি বুথই আমাদের কাছে মন্দির, মসজিদ ও গির্জার মতো। সেইসব বুথের কর্মীরাই হল আমাদের পূজারি। এজন্য বিজেপির চোখ রাঙানি উপেক্ষা করে আমাদের বুথের মাটি কামড়ে পড়ে থাকতে হবে।’
তিনি বলেন,বিজেপিকে জিজ্ঞাসা করুন একজনও বেকার যুবককে তারা চাকরি দিতে পেরেছে? ওরা ভেবেছে ২০১৯ সালে আবার তারা দেশের ক্ষমতা দখল করবে। কিন্তু এসব যে দিবাস্বপ্ন তা তারা ভোটের ফল বেরলেই টের পাবে। উন্নয়নের ক্ষেত্রে যেখানে বাংলা এক নম্বরে সমীক্ষা রিপোর্ট বলছে। সেখানে বাংলা থেকে কেন প্রধানমন্ত্রী আমরা চাইব না?”
সভামঞ্চ থেকেই তিনি জানান, “স্বাধীনতার পর এতজন মুখ্যমন্ত্রী এসেছে, যদি প্রকৃতই মানুষের জন্য কেউ কাজ করে থাকেন তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২য়ে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ৪২ এ ৪২ চাই। সেই ৪২ নেওয়ার জন্য জলপাইগুড়ির আসনটা আপনাদের জেতাতে হবে। ২০১৯ এ বিজেপিকে ফিনিশ করতে হবে।”