সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে বাঁকুড়া স্টেডিয়ামে সোমবার কর্মীসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া ও এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে সুব্রত মুখোপাধ্যায় ও শ্যামল সাঁতরা। ছিলেন জেলার তৃণমূল বিধায়ক ও নেতারা।

সভায় বিরোধী দলগুলিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘সিপিএম আগে বলত ইনক্লাব জিন্দাবাদ। আমরা খাব তোমরা বাদ। লাল খাবে সবুজ বাদ। হার্মাদ খাবে, মানুষ বাদ। আর এখন ভারতীয় জনতা পার্টি চৈত্রসেলের মত সিপিএম-কে কিনে নিয়েছে। এখন সেই লাল পতাকাধারীরা যারা ছদ্মবেশে খুন করত, তারা এখন হাতে পদ্ম নিয়ে বলছে জয় শ্রীরাম।’
বাঁকুড়া স্টেডিয়ামের সভা থেকে অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সরকার গড়ার ডাক দিয়েছেন, তখন বাংলার মানুষের দায়িত্ব তৃণমূল সরকারের হাত শক্ত করা।’ সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতার তুলনা টেনে অভিষেক বলেন, ‘আশি বছর আগে দক্ষিণ কলকাতার বাসিন্দা এক বাঙালি বীর দিল্লী চলোর ডাক দিয়েছিলেন। আর আশি বছর পরে এ রাজ্যের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, ৪২ এর ৪২ টি আসন পেলে ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রিয় ভারতবর্ষ উপহার দেবেন তিনি। ‘ বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্প ও কাজকে কেন্দ্রীয় সরকার অনুসরণ করছে বলে বাঁকুড়ার সভা থেকে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘যারা যে জায়গাতে দাঁড়িয়ে দল করছেন তারা সেই জায়গাতে দাঁড়িয়ে মন দিয়ে কাজ করুন। এই দলটার নাম তৃণমূল কংগ্রেস। ভালো কাজ যদি করেন তবে আগামী দিনে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা খুঁজে পরীক্ষিত সৈনিকদের শীর্ষে এনে সাংগঠনিক দায়িত্ব দেব। আমার কাউকে ব্যক্তিগতভাবে পছন্দ হতে পারে। অপছন্দ হতে পারে। কিন্তু মাথায় রাখবেন এই লড়াই বাংলার কৃষি, সভ্যতা, সংস্কৃতি, শিল্প, ও ঐতিহ্যের লড়াই।’