চার বছর আগে কে.সি.কারিয়াপ্পাকে ২.৪ কোটি টাকায় নিয়েছিল কেকেআর। ২০১৭ মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে সে ভাবে নজর কাড়তে পারেননি। কিন্তু এ বছর কর্নাটক প্রিমিয়ার লিগ ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল পারফর্ম করে নজরে উঠে এসেছেন তিনি। ১১ ম্যাচে ১০ উইকেট পেলেও তাঁর ইকোনমি রেট ৫.০২। মহারাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালে মাত্র ২৬ রান দিয়ে নেন একটি উইকেট। সূত্রের খবর আসন্ন আইপিএলে তাঁকে দলে নেওয়া হতে পারে৷
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৫ সালে খেলে গিয়েছেন কে সি কারিয়াপ্পা। শনিবার ইডেনে নাইটদের প্রথম অনুশীলনে ফের দেখা গেল কর্নাটকের এই বিস্ময় স্পিনারকে। এ বছরের আইপিএল নিলামে কোনও দল পাননি ২৪ বছর বয়সি ক্রিকেটার। সূত্রের খবর, নেটে প্রমাণ করতে পারলে ফের নাইটদের জার্সিতে দেখা যেতে পারে কারিয়াপ্পাকে।
শনিবারই কেকেআর অনুশীলনে যোগ দিলেন আন্দ্রে রাসেল, ক্রিস লিন ও নীতীশ রানা। অধিনায়ক দীনেশ কার্তিক শহরে থাকলেও অনুশীলনে আসেননি। ব্যক্তিগত কাজ থাকায় শনিবার ইডেনে এসে ফিরে যেতে হয় অধিনায়ককে।
শুরুতেই মাঝের পিচের পাশে ফিটনেস পরীক্ষা হয় রাসেলের। দেখে নেওয়া হয় দীর্ঘক্ষণ বিমানযাত্রা করার পরে তাঁর পেশিতে কোনও সমস্যা রয়েছে কি না। দলের মেন্টর অভিষেক নায়ার অবশ্য আশ্বাস দিয়ে গেলেন, ‘‘রাসেলের ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। দীর্ঘক্ষণ বিমানযাত্রা করলে পেশি শক্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু কোনও সমস্যার আন্দাজ পাওয়া যায়নি।’’