‘কে যাচ্ছে, কে আসছে। সেটা নিয়ে মানুষ মাথা ঘামায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ই মা-মাটি-মানুষের প্রতীক। আর আমি তাঁর সৈনিক’। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে আজ বৃহস্পতিবার একথা বলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী।
এদিন দীনেশ ত্রিবেদীর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূলে ভোট দেন মানুষ’। তাঁর কথায়, ‘মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উপর রয়েছে। আগামীদিনও থাকবে। মানুষ বলছেন আমরা ৪২-এ ৪২ পাব। আমরা ইতিবাচক ভোট পাব। ইতিবাচক প্রচার করেই ভোট পাব’। পাশাপাশি, তাঁর দাবি এবারের লোকসভা নির্বাচন ঐতিহাসিক হবে। কী কারণে ঐতিহাসিক হবে তারও ব্যাখ্যা দেন তিনি। বলেন, “দেশে পরিবর্তন আসবে। ইতিহাসে প্রথমবার বাংলা থেকে প্রধানমন্ত্রী হতে পারেন। সবাই দেশের পরিবর্তন চান। সারা দেশের থেকে বাংলার উন্নয়নের গতি অনেক বেশি’।
মঙ্গলবারই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দীনেশ ত্রিবেদীকে। তা নিয়েই ক্ষুব্ধ অর্জুন বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার কারোর সঙ্গে লড়াই নেই। মানুষের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। যেখানে মানুষের আশীর্বাদ থাকে সেখানে কোনও লড়াই হয় না। কারোর সঙ্গে আমার তিক্ততা নেই। সবাইকে ভালোবাসি। ব্যক্তিগতভাবে কাউকে বলার কিছু নেই’।
