গতকাল ঘোষণা হয়েছে আসন্ন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীদের তালিকা। এবারের নির্বাচনের অন্যতম সেরা দুই চমক অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। যাদবপুরের প্রার্থী মিমি এবং বসিরহাটে নুসরত। বসিরহাটের মানুষজন তাঁদের কেন্দ্রে তাঁদের প্রিয় অভিনেত্রীকে পেয়ে উচ্ছ্বসিত।
জল্পনা চলছিলই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অপেক্ষায় ছিল বসিরহাট। নুসরত জাহানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। তৃণমূলের নীচুতলা থেকে সর্বস্তরের কর্মী–সমর্থকেরা এই রকম একটি সেলেব্রিটি মুখ চাইছিলেন। বসিরহাটের তৃণমূল কর্মীদের হতাশ করেননি নেত্রী। বসিরহাটবাসীও দিন গুনছেন প্রিয় নায়িকাকে চোখের সামনে দেখার।
বসিরহাট দক্ষিণের বিধায়ক, ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, “বসিরহাটের মানুষ নুসরত জাহানকে প্রার্থী করায় খুশি। বসিরহাটের উন্নয়ন আরও গতি পাবে। কর্মীরা প্রচারে নেমে পড়েছেন”। তৃণমূলের বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়ক পিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার বলেন, ‘নুসরত চলচ্চিত্র–জগতের মানুষ এবং অরাজনৈতিক মুখ। এতে দলের কর্মীদের পছন্দ–অপছন্দের ব্যাপারটা আর থাকছে না।’ তিনি বলেন, ‘এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে ৯৫ হাজার নতুন ভোটার। সেই দিক থেকে নতুন প্রজন্মের ভোট তৃণমূলের পক্ষে আসবে।’
দলের তরফে প্রার্থী হতে পেরে যারপরনাই আহ্লাদিত অভিনেত্রী। ফোনে নুসরত জানালেন, দলের প্রতি তিনি কৃতজ্ঞ। দলের জন্য ও সাধারণ মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন তিনি। তাই এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে সেই দায়িত্বটাই পূরণ করতে চান। দল ও মানুষের জন্য কাজ করা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। এবার সেটাই করতে চান তিনি। মানুষের পাশে দাঁড়াতে চান।