রাফাল চুক্তি থেকে বাদ গেছিল দুর্নীতি বিরোধী শর্ত এমনকী চুক্তির ১০ দিন আগে থেকেই অনিল আম্বানি জানতেন রাফালের বরাত পাচ্ছেন তিনিই, এমন গুরুতর অভিযোগে রাফাল দুর্নীতিতে বারেবারে সরব হয়েছেন বিরোধীরা৷ এই আবহেই সুইডিশ টেলিকম সংস্থা এরিকসনকে তাদের প্রাপ্য টাকা মেটাতে না পারার দরুণ দেউলিয়া ঘোষণা জারির প্রক্রিয়া শুরু হয়েছে৷ আগামী এক মাসের মধ্যেই মেটাতে হবে তাদের প্রাপ্য ৪৫০ কোটি টাকা৷ অনিল আম্বানীর সংস্থা এই পরিস্থতিতেও মোদীর রাজ্য গুজরাতে একটি বিমানবন্দর নির্মাণে ৬৪৮ কোটি টাকার বরাত পেল৷ বুধবার একটি প্রেস বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কী মোদী ঘনিষ্ঠ হওয়াতেই এই সুবিধা পেলেন অনিল?
৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই চুক্তির অফসেট পার্টনার অনিল অম্বানীর সংস্থা রিলায়েন্স অ্যাভিয়েশন। কিন্তু কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, রিলায়েন্সকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিতেই এই চুক্তি করা হয়েছে। আবার আদালতের নির্দেশের পরেও পাওনা না মেটানোয় আদালত অবমাননার মামলা দায়ের করে এরিকসন। সেই মামলায় চার সপ্তাহের মধ্যে পাওনা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতির মধ্যেই মোদীর রাজ্যে বন্দর তৈরির বরাত পেল৷
সূত্রের খবর, ন’টি সংস্থার মধ্যে সবচেয়ে কম দরপত্র দেওয়া এবং সবচেয়ে বেশি ‘টেকনিক্যাল স্কোর’ ৯২.২ করায় বরাত পেয়েছে অনিলের সংস্থা। বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সি বে, দমকল কেন্দ্র-সহ বিভিন্ন কাজের পরিকল্পনা ও নির্মাণ কাজ করবে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। ৩০ মাস অর্থাৎ আড়াই বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে।
অন্ধ্রপ্রদেশবাসীর ৩০ হাজার কোটি টাকা চুরি করে মোদী যে অনিলের পকেটে ঢুকিয়েছেন এমন কথা বারেবারেই উঠে এসেছে৷ এবারও অনিলের কোম্পানি দেউলিয়া হয়ে যাবার মুখেই এত টাকার বরাত পাইয়ে দিয়ে মোদীর ‘বন্ধুপ্রীতি’ আবারও সমালোচনার মুখে৷




