লোকসভা ভোটের দামামা বেজে গেছে। আর কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাংলায় ৪২-এ ৪২ করার কথা। কড়া নির্দেশ দিয়েছেন দুর্নীতি রোখার। এলাকায় বাইরে থেকে লোক আসছে কি না, সেদিকে আগেই নজর রাখতে বলেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর সেই বার্তা দলের কাউন্সিলরদের কাছে পৌঁছে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার তিনি বেহালা এলাকার কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই তাঁর নির্দেশ, নিজের এলাকায় বাইরে থেকে লোক আসছে কি না, কাউন্সিলরদের সেদিকে নজর দিতে হবে। বেহালা নিয়ে বেশ সজাগ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। সোমবার বেহালা শরদসদনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বেহালার দুই বিধানসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। সেখানে কাউন্সিলরদের প্রতি তাঁর নির্দেশ, নিজের এলাকায় বাড়তি নজরদারি করতে হবে। বাইরে থেকে লোক আসছে কি না, নজর দিতে হবে। বুথ কমিটি তৈরি করে লোকসভা নির্বাচনের কাজ শুরু করতে হবে। পুরনো কর্মীদের একসঙ্গে নিয়ে চলার বার্তাও তিনি দেন।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠকে বেহালায় মাঝরাতে বাইরের লোক ঢুকে পড়ছে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন, বেহালায় মাঝরাতে কীভাবে বাইরের লোক ঢোকে? আর এই প্রশ্নের উত্তর তিনি চেয়েছিলেন দলের স্থানীয় নেতাদের কাছে। তাই বেহালার দিকে কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন পার্থ।