গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমগুলিকে সংযত থাকার আবেদন জানালেন দেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা।
বৃহস্পতিবার পুরুলিয়ার সিধু– কানু–বিরসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেন।ওই অনুষ্ঠানে তিনি বলেন, “আমি এক বছর পর পুরুলিয়ায় এলাম। আমি এইটুকু বলতে চাই, এখন সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমাদের সব ক্ষেত্রেই সতর্ক থাকা প্রয়োজন। লাইন অফ কন্ট্রোল পেরিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ করা হয়েছিল। ফলে পরিবেশ বেশ খারাপ হয়েছে। একটা যুদ্ধের পরিস্থিতিও এই মুহূর্তে তৈরি হয়েছে। ব্যাপারটা কারও জন্য ভাল নয়। যুদ্ধ তো কোনও দেশ চায় না। আমার মনে হয় না, পৃথিবীর কোনও দেশই যুদ্ধ চায়। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে একটু সংযত থাকতে অনুরোধ করছি। এই বিষয়ে কোনও রকম উসকানিমূলক মন্তব্য, প্রচার না করাই ভাল। যা হচ্ছে, তাতে আমার মনে হয়, কিছু দিনেই সব বন্ধ হয়ে যাবে। এই সন্ত্রাসবাদীদের মূল উৎস কোথায়, তা পুরো বিশ্বকে আমাদের দরকার ছিল জানানো”।
গত দু’দিন ধরে পাকিস্তানের আর্মি অফিসারদের কোনও বাড়তি প্রশ্নের উত্তর দেননি উইং কম্যান্ডার অভিনন্দন। বারংবার এড়িয়ে গেছেন তাঁর পরিবার সংক্রান্ত প্রশ্নের উত্তর। কিন্তু বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে তাঁর বাড়ি, তাঁর পরিবারের তথ্য যা যথেষ্ট উদ্বেগজনক এবং সোস্যাল মিডিয়াতেও যে যা পারছে তাই লিখছে এই পরিস্থিতিতে তা বেশ উস্কানিমূলক। তাই এই সতর্কবার্তা দিলেন অরূপ।