তাঁর স্বপ্ন ছিল নেইমারের সঙ্গে খেলা । সেটা রিয়াল মাদ্রিদে জার্সিতে হলে ভালো, না হলে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে। কিন্তু স্বপ্নটা পূরণ হতে হতে অধরা রয়ে গেল নেইমারের জন্য, নেইমার যে চোট পেয়ে বসে আছেন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন কোচ তিতে। এতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৮ বছরের ভিনিসিয়াস জুনিয়র।
গতকাল বার্সেলোনার সঙ্গে এল ক্লাসিকোতে দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়াস। গোলের সামনে এসে অনভিজ্ঞতা প্রকাশ না পেলে দলকে বেশ কয়েকটি গোল এনে দিতে পারতেন। সেটা হয়নি, রিয়াল মাদ্রিদও খেলার ধারার বিপরীতে হেরেছে ৩-০ ব্যবধানে। সে হতাশা টুইটারে প্রকাশ করেছেন নেইমার। তেমন আরেকটি টুইটার আজ মন ভালো করে দিয়েছে তাঁর। পরবর্তী দুটি ম্যাচের জন্য দল ঘোষনা করেছেন তিতে। সেখানে ফরোয়ার্ড হিসেবে জায়গা পেয়েছেন ভিনিসিয়াস। মজার ব্যাপার যে নেইমারের সঙ্গে খেলতে চান, তাঁর জায়গাটাই দেওয়া হয়েছে ভিনিসিয়াসকে।
মার্চে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ তিতে। ২৩ মার্চ পর্তুগালের এস্তাদিও দো দ্রাগাও’তে পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর তিন দিন পর ২৬ মার্চ প্রাগে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের।
গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওভেরটন
ডিফেন্ডার: মিরান্ডা, থিয়াগো সিলভা, এডের মিলিতাও, মারকিনিওস, দানি আলভেজ, দানিলো, ফিলিপে লুইস, অ্যালেক্স সান্দ্রো
মিডফিল্ডার: কাসেমিরো, আর্তুর, ফাবিনহো, এলান, ফিলিপে কুতিনহো, ফেলিপে অ্যান্ডারসন, লুকাস পাকেতা, এভারটন
ফরোয়ার্ড: ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র