উত্তর প্রদেশে কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ৯ জনই বাংলার মালদা জেলার বাসিন্দা। গোটা ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের মৃতদেহ যাতে দ্রুত মালদায় নিয়ে আসা যায় সে ব্যাপারে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মন্ত্রী শুভেন্দু অধিকারী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে মালদায় দিয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোরও নির্দেশ দিয়েছেন মমতা।
এই নিয়ে শনিবার বিকালে একটি টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই টুইটে মমতা লেখেন, ‘বারানসীতে মৃত ১০ শ্রমিকের পরিবারকে আমার সমবেদনা জানাই। এঁদের মধ্যে ৯ জনই মালদার বাসিন্দা। নিহত শ্রমিকদের দেহ আনতে রাজ্য পুলিসের একটি দল উত্তরপ্রদেশ যাচ্ছে। ফিরহাদ হাকিমের সঙ্গে মালদা যাচ্ছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীও’।
প্রসঙ্গত, এদিন সকাল ১১টা নাগাদ তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে উত্তরপ্রদেশের ভাদোহির রোটাহা গ্রাম। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় কার্পেট কারখানাটি। ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯ জনই মালদার এনায়েতপুরের বাসিন্দা। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে বিস্ফোরণের খবর জানানো হয় মালদা প্রশাসনকে। প্রশাসনের তরফে নিহত শ্রমিকদের পরিবারবর্গকে ঘটনার কথা জানানো হয়। বিস্ফোরণে জেলার শ্রমিকদের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন মালদার জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল। বিস্ফোরণে নিহত শ্রমিকদের নাম- আতাউর মোমিন, আবদুল গফ্ফর, মহম্মদ সুভান আনসারি, ইসরাফিল মোমিন, আবদুল কালাম মোমিন, আলমগির মোমিন, আজাদ মোমিন, আবদুল কাদির, মোসাওয়ার।
