পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটার আগেই ফের কাশ্মীর সীমান্তে বিস্ফোরণের ঘটনা ঘটল। শনিবার বিকেলে কাশ্মীরের রাজৌরির নওসেরা সেক্টরে এই ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে এক আর্মি মেজর ও এক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কী ধরনের বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। তবে সেনা সূত্রে জানা গেছে, বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়েই ঘটেছে এই বিস্ফোরণ। সেনাবাহিনীর অনুমান, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারী জঙ্গিরাই এই বিস্ফোরক রেখে গিয়েছিল সীমান্তে। তাদের উদ্দেশ্য ছিল একটি বড় বিস্ফোরণ ঘটানোর। সেনা সূত্রে খবর, সীমান্তের দেড় কিলোমিটারের মধ্যে রাখা হয়েছিল এই হেভি এক্সপ্লোসিভ বিস্ফোরক।
সেনাবাহিনী জানিয়েছে, পেট্রলে বেরিয়ে সীমান্তের কাছাকাছি একটি জায়গার নরম মাটি দেখে সন্দেহ হয় সেনাকর্মীদের। ওই জায়গায় তল্লাশির সময়েই আচমকা এই বিস্ফোরণ ঘটে। পুলওয়ামা হামলার ৪৮ ঘণ্টার মধ্যে ফের এমন বিস্ফোরণের ঘটনা ঘটল।