এক সঙ্গে হয়েছেন বর্তমান বিশ্বের সেরা দুই তারকা লিওনেল মেসি ও মহামেদ সালাহ! তবে কোনো দলের হয়ে নয়। বিশ্বখ্যাত সফ্ট ড্রিঙ্কস ‘পেপসি’র ক্যানের বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করলেন তারা।
বিজ্ঞাপনটিতে দেখ যাচ্ছে নিজেদের গাড়িতে তেল ভরার জন্য ফিলিং স্টেশনে এসেছেন দুজন। তেল ভরতে গিয়ে সেখানে রাখা ফ্রিজে নজর গেল। ফ্রিজে ‘পেপসি’র একটা ক্যান রাখা। ক্যান মাত্র একটি, কিন্তু মানুষ দুজন। কে পাবে তাহলে সেই ক্যানটা? এ নিয়েই শুরু হলো লড়াই! ৩০ সেকেন্ডের এমনই এক মজার বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে বর্তমান ফুটবল দুনিয়ার দুই মহাতারকা লিওনেল মেসি ও মহামেদ সালাহকে।
লড়াই তো আর কুস্তি পা পাঞ্জা লড়ে হবে না। দুজনই নিজের অস্ত্র দিয়েই লড়েছেন। ফুটবলীয় কারিকুরি! এই কারিকুরি করতে গিয়েই তাঁদের ফাঁকি দিয়ে ফিলিং স্টেশনে আসা আরেকজন চট করে ফ্রিজ থেকে পেপসিটা বের করে ঢকঢক করে গলায় ঢেলে দেন। মেসি-সালাহর লড়াইয়ে জয় হয় তৃতীয় আরেকজনের।
ঐতিহ্যগতভাবে নামী ফুটবল তারকাদের নিয়ে বিভিন্ন বিজ্ঞাপনচিত্র বানিয়ে থাকে পেপসি। মেসি, সালাহ ছাড়াও পেপসির বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে এর আগে দেখা গেছে রবার্তো কার্লোস, রাউল গঞ্জালেস, ডেভিড বেকহাম, রিভালদো, ফ্রান্সেসকো টট্টি, রোনালদিনহো, লুইস সুয়ারেজ, ইকার ক্যাসিয়াস, দিদিয়ের দ্রগবা, ডেভিড ডি হেয়া, রয় কিন, এডগার ডাভিডস, ফার্নান্দো তোরেস, ফার্নান্দো হিয়েরো, থিয়েরি অঁরি, সেস ফ্যাব্রিগাস, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, আন্দ্রে আরশাভিন, কাকা, হামেস রদ্রিগেজ, ভিনসেন্ট কম্পানি, সার্জিও আগুয়েরো, অ্যালেক্সিস সানচেজকে।
বিজ্ঞাপনটা মুক্তি পাওয়ার পর থেকেই বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন ভিডিওটি :-
[embedyt] https://www.youtube.com/watch?v=amCrVXO6itQ[/embedyt]
ভিডিও সৌজন্য : – Pepsi Max