হারিয়ানান হারিকেন কপিল দেবকে টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। টেস্ট ক্রিকেটে ৪৩৪ উইকেট পেয়েছিলেন কপিল দেব। ডারবানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কপিলকে টপকে যান দক্ষিণ আফ্রিকার পেসার স্টেইন। প্রথম ইনিংসে তিনি পেয়েছেন চার উইকেট। ৯২ টেস্টে স্টেইনের উইকেট সংখ্যা ৪৩৭। তিনি ছুঁয়েছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডকেও। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারী স্টেইন। তবে টেস্টে সর্বোচ্চ উইকেটের তালিকায় তিনি আছেন সাতে। শীর্ষে আছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিথরন (৮০০ উইকেট)। দুইয়ে শেন ওয়ার্ন (৭০৮ উইকেট)। তিনে আছেন ভারতের অনিল কুম্বলে। তাঁর উইকেট সংখ্যা ৬১৯। চার থেকে ছয়ে আছেন যথাক্রমে ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন (৫৭৫ উইকেট), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ (৫৬৩ উইকেট) ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (৫১৬ উইকেট)। পেসারদের তালিকা ধরলে স্টেইন আছেন যুগ্মভাবে চার নম্বরে।
চোটের জন্য প্রায় দু’বছর মাঠের বাইরে ছিলেন স্টেইন। অবশেষে তিনি মাঠে ফিরেছেন। ছন্দ ফিরে পাচ্ছেন। যার প্রমাণ পাওয়া গেল ডারবানে।