আগুনের করাল গ্রাস থেকে কিছুতেই মুক্ত হতে পারছে না দিল্লী। আজ ফের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল দিল্লীর আর্চিসের কারখানা৷ ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার সম্পত্তির। তবে এই আগুনে কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। এই নিয়ে গত কয়েকদিনে পরপর অগ্নিকান্ডের ঘটনা ঘটল রাজধানীর বুকে।
আজ ভোরবেলা আগুন লাগে নারায়ণা এলাকার আর্চিসের কারখানাটিতে। স্থানীয় বাসিন্দারা প্রথমে কারখানার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপরই আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২ টি ইঞ্জিন। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে আরও দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়। ৩০ জন দমকল কর্মীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷
গত মঙ্গলবারই আগুন লেগেছিল দিল্লীর করোলবাগ এলাকার বহুতল হোটেল অর্পিত প্যালেসে। যার জেরে ১৭ জনের মৃত্যু হয়। বিস্তর কাঠের প্যানেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন। আগুন থেকে বাঁচতে পাঁচ বছরের শিশুকে নিয়ে ঝাঁপ দেন এক যুবতী। ঘটনায় পাঁচতারা হোটেলটির অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে ওঠে প্রশ্ন। কাল দিল্লির পশ্চিম পুরী এলাকার একটি বস্তিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় আড়াইশোরও বেশি ঝুপড়ি।