লোকসভা ভোটের আগে ফের জঙ্গি হামলা বিজেপির ‘শান্ত’ কাশ্মীরে। কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শ্রীনগর-জম্মু হাইওয়েতে সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রথমে কনভয়ে বিস্ফোরণ ঘটায় তারা। তারপর ঘিরে ধরে গুলিবৃষ্টি করতে থাকে জঙ্গিরা। ঘটনাস্থলেই নিহত হন ৪০ জওয়ান৷ উরির পর সবচেয়ে ভয়াবহ হামলা এটাই৷
এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে মোদী সরকারের ব্যর্থতা আবারও প্রকাশ্যে চলে এল৷ বিস্ফোরণের পর থেকেই সমস্ত রাজনৈতিক মহল থেকে ওঠে নিন্দার ঝড় এবং একই সঙ্গে নিহত জওয়ানদের প্রতি সমবেদনাও জানান সকলে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, নিহত জওয়ানদের পরিবারের উদ্দেশে শোক জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, এই দুঃসময়ে সারা দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করেছেন, উরি, পাঠানকোট, পুলওয়ামা, একের পর এক জঙ্গি হামলা হয়েই চলেছে। মোদী সরকার জাতীয় নিরাপত্তা নিয়ে সমঝোতা করেই চলেছে।
কংগ্রেস নিরাপত্তা ব্যবস্থায় এরকম বড়সড় ত্রুটির জন্য দায়ী করেছে মোদী সরকারকে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করেছেন, জম্মু-কাশ্মীরে সিআরপিএফ কনভয়ে হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমাদের কয়েকজন সাহসী সৈনিক মারা গিয়েছেন। আহত হয়েছেন অনেকে। আমি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।
আজকের হামলার ভয়াবহতা ছাড়িয়ে গিয়েছে উরির তীব্রতাকেও৷ কিন্তু কনভয়ের মধ্যে কিভাবে অন্য গাড়ি ঢুকে এতবড় বিস্ফোরণ ঘটাল, প্রশ্ন উঠছে তাই নিয়েই৷ আর এই নিরাপত্তার গলদের জন্যেই, যখন ভালোবাসার দিনের শেষ আমেজটুকু গোটা দেশ অনুভব করছে, তখনই দেশের ভার যাঁদের হাতে তাঁদের পরিবার ডুবে যাচ্ছে হাহাকারের স্রোতে৷