টানা পঞ্চমবার কোপা ডেল’রের শিরোপা ঘরে তোলার লক্ষ্যে দুর্দান্ত গতিতেই ছুটছে বার্সেলোনা। সে পথে এগিয়ে যেতে বুধবার সেমিফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে মুখোমুখি হবে। অর্থাৎ ‘এল ক্ল্যাসিকো’! কিন্তু তার আগে কাতালানদের ভাবাচ্ছে মেসির চোট!
কয়েকদিন আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঊরুতে চোট পান মেসি। যে কারণে সোমবার অনুশীলন করেননি কিং লিও। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।
বুধবার রাতে ক্ল্যাসিকোয় মেসির খেলতে পারবেন কি না, তা নিয়ে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে মঙ্গলবার আর্জেন্টাইন তারকার সঙ্গে কথা বলবেন, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে ফিট না থাকলে মেসিকে স্কোয়াডের বাইরে রাখা হবে। বদলি হিসেবেও তাঁকে মাঠে নামতে দেখা নাও যেতে পারে।
মেসির চোট নিয়ে এখন তেমন কিছুই জানায়নি বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে এটি বোধ হয় তাঁদের রণ-পরিকল্পনার অংশ! তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ শুধু এটুকুই বলেছে, ‘মেসির চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’
২০০৫ সাল থেকে এখন পর্যন্ত হিসেব করলে এল ক্ল্যাসিকোতে ৪১ বারের মধ্যে মেসি খেলেননি ৩টিতে। যে তিনটি ম্যাচ ছিল আবার লা লিগার। তবে কোপা ডেল রের হওয়া ৬টি ক্ল্যাসিকোতেই মাঠে নেমেছেন কিং লিও। কিন্তু এবার তিনি আসলেই খেলতে পারবেন কি না বলা মুশকিল।