শিল্পের কদর সবসময়েই করে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সারাদিনের ব্যস্ততার মধ্যে মমতা নিজেও ছবি আঁকা বা লেখালিখি করেন৷ তাঁর উদ্যোগেই লোকশিল্পীরা ভাতা পাচ্ছেন৷ এবার শিল্পীদের আরো উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে মমতার হাতে লেখা চিঠি পৌঁছে যাবে শিল্পীদের কাছে৷
জেলা প্রশাসন সূত্রের খবর একদা পিছিয়ে থাকা মুর্শিদাবাদের ৫৫ লাখ মানুষ মমতার হাতে লেখা চিঠি পাবেন৷ বুধবার থেকে চলছে চিঠি দেওয়ার কাজ৷ ইতিমধ্যে জেলা তথ্য এবং সংস্কৃৃতি দফতর লোকপ্রসার প্রকল্পে লোকশিল্পী আর সাংবাদিকদের ‘মাভৈঃ’ প্রকল্পে চিঠি দিয়েছে৷ তালিকা তৈরি হচ্ছে কৃষি, খাদ্য, পঞ্চায়েত, শ্রম প্রভৃতি দফতরে৷
ইতিমধ্যেই লোকশিল্পীদের জন্য মমতা এনেছেন লোকপ্রসার প্রকল্প৷ এই প্রকল্পে মাসে এক হাজার টাকা পাবেন শিল্পীরা৷ সঙ্গে নিয়মিত অনুষ্ঠান এবং তার টাকা আলাদা৷ এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন ১৩ হাজার ৭৭২ জন লোকশিল্পী৷
এমন চিঠি পেয়ে আপ্লুত জেলার প্রবীণ আলকাপ শিল্পী করুণা হাজরা জানিয়েছেন, ” এর আগে আমরা লোকপ্রসার প্রকল্পে টাকা পেতাম৷ নিয়মিত অনুষ্ঠানও পাই৷ আর এবার পেলাম মুখ্যমন্ত্রীর হাতে লেখা চিঠি৷ ভাবতেই পারছি না”৷ এর আগে বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশী, রুপশ্রী ইত্যাদি বিভিন্ন প্রকল্প বাংলার মানুষকে উপহার দিয়েছেন মমতা৷ আর এবার এই চিঠির হাত ধরে মানুষের আরো কাছে পৌঁছে গেলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়৷