বিগত ৫ বছরে নিজের দেওয়া কোনও প্রতিশ্রুতিই রাখেননি তিনি। কিন্তু ভোট বড় বালাই। তাই লোকসভা নির্বাচনের মুখে গুটিকয়েক খুচরো প্রকল্পের সূচনা করতে তামিলনাড়ুতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কে জানত যে সেখানে তাঁর জন্য অপেক্ষা করে আছে কালো পতাকা আর গো ব্যাক স্লোগান।
রবিবার মাদুরাইয়ে এইমস-এর একটি শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন ও কয়েকটি খুচরো প্রকল্পের সূচনা করেন মোদী। তবে এদিন প্রধানমন্ত্রীর আগমনের আগেই মাদুরাইয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় এমডিএমকে। তাদের দাবি, তামিলনাড়ুর স্বার্থের বিরোধিতা করা হয়েছে। মোদী সরকার তামিলনাড়ুর স্বার্থবিরোধী।
এমন অভিযোগের পাশাপাশি এদিন কালো পতাকাও প্রদর্শন করেন দলের প্রধান ভাইকো। চলে মোদী বিরোধী স্লোগানও। সকলেরই এক অভিযোগ, কাবেরীর জলবন্টন নিয়ে তামিলনাড়ুর স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে কেন্দ্র। তবে অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি তাঁদের গ্রেফতার করে মোদীর বিড়ম্বনা কিছুটা কমানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু এমডিএমকে কর্মী-সমর্থকদের ওড়ানো কালো বেলুন তখনও আকাশ থেকে এই কথাই স্মরণ করিয়ে দিতে থাকে যে, মোদীর ভাগ্যাকাশেও এখন এমনই কালো মেঘের ঘনঘটা।