প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে চা’ওয়ালা হিসাবে পরিচয় দিয়ে মানুষের সহানুভূতি কুড়িয়ে নিতে চান। কিন্তু তিনি আদপে কোনওদিনই চা বেচেননি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি প্রবীন তোগাড়িয়া। তাঁর দাবি, গত ৪৩ বছর ধরে তিনি মোদীর বন্ধু। কিন্তু কোনও মোদীকে চা বেচতে দেখেননি।
২০১৪ নির্বাচনের আগে থেকেই নিজেকে চা’ওয়ালা হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন নরেন্দ্র মোদী। গত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস বনাম বিজেপির লড়াইকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে চা’ওয়ালার লড়াই হিসাবে সফল ভাবে প্রতিষ্ঠা করাতে পেরেছিলেন মোদী, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার ফলও মিলেছিল ইভিএমে। কিন্তু প্রবীন তোগাড়িয়ার দাবি, ‘এসবই মানুষের সহানুভূতি কুড়নোর কৌশল মোদীর। আমি গত ৪৩ বছর ধরে মোদীর বন্ধু। কিন্তু কোনওদিন মোদীকে চা বেচতে দেখিনি’।
রামমন্দির আন্দোলনের অন্যতম পুরোধা প্রবীন তোগাড়িয়া একাধিক ইস্যুতে মোদীকে কাঠগড়ায় তোলেন। এমনকি রামমন্দির ইস্যুতে বিজেপি তথা আরএসএস-এর মুণ্ডপাত করতেও ছাড়েননি প্রবীন নেতা। তিনি বলেন, ‘বিজেপি বা আরএসএস কোনওদিন রামমন্দির তৈরি করবে না। এরা ১২৫ কোটি ভারতীয়কে অন্ধকারে রেখে দিয়েছে। আরএসএস তো জানিয়েই দিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে রামমন্দির নির্মান হচ্ছে না। আমি নিশ্চিত, মোদী যদি আবার ক্ষমতায় আসে, তাহলেও রামমন্দির নির্মান করবে না। বিজেপি এবং আরএসএস জানে মন্দির ইস্যুই তাদের বাঁচিয়ে রেখেছে। তোগাড়িয়া ঘোষণা করেছেন, শীঘ্রই শুধু হিন্দুদের জন্য একটি রাজনৈতিক দল তৈরি করবেন তিনি। সেই দল ক্ষমতায় এলেই মন্দির নির্মাণ শুরু হবে।