বিজেপিকে পরাজিত করতে শনিবার দুপুরে জোট বাঁধলেন মায়াবতী-অখিলেশ। শনিবার দুপুরে এই ঘোষণার পরেই উত্তরপ্রদেশে বুয়া-বাবুয়ার জোটকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একটি টুইটও করেন মমতা।
অখিলেশ ও মায়াবতীর এই জোটকে সমর্থন জানিয়ে টুইটে মমতা লেখেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে সপা ও বসপা-র এই জোটের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি’।
আগামী ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসছেন মায়াবতী এবং অখিলেশ। তার আগে সপা এবং বসপা-র এই জোট মমতার দেওয়া মহাজোটের বার্তাকেই শক্তিশালী করল বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি মমতার ডাকা মহাজোটে কংগ্রেসের ভূমিকা কী হবে সেটাও ব্রিগেডের সমাবেশেই ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আজ শনিবার লক্ষৌতে সমান ভাগে আসন বাঁটোয়ারার কথা ঘোষণা করে জোট বেঁধেছেন বসপা প্রধান মায়াবতী ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। বিরোধীদের দাবি, উত্তরপ্রদেশে এই জোটের ফলে বিজেপির আসন পাওয়া কার্যত অসম্ভব।