এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কোপ ফেলতে চলেছে বিজেপি। পাটনার গুরুত্বপূর্ণ এলাকা, কবিগুরু ‘রবীন্দ্র চক’-এর নাম বদলে প্রয়াত বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীর নামে করতে চাইছে বিজেপি পরিচালিত পাটনা পুরসভা। গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বাঙালিদের সম্পর্কে বিজেপির যে সামান্য শ্রদ্ধাটুকুও নেই, এই ঘটনা সেটাই আবার প্রমান করে দিল।
রবীন্দ্র চক শহরের প্রায় মধ্যস্থল। ফ্রেজার রোড এবং বেলি রোডের সংযোগস্থল। পটনা স্টেশন থেকে গাঁধী ময়দান যাওয়ার পথে এই চৌমাথাটি বছর তিরিশেক আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করা হয়। কিন্তু আচমকাই সেই চকের নাম পাল্টাতে চাইছে বিজেপি। সেই নাম পাল্টানোর জন্য পটনা পুরসভায় প্রস্তাব দিয়েছেন বিজেপি কাউন্সিলর বিকাশ কুমার। প্রস্তাবটি নিয়ে গত ২০ ডিসেম্বর পুরসভার সংশ্লিষ্ট স্থায়ী সমিতির বৈঠকে আলোচনাও হয়েছে।দলের নেতা তথা রাজ্যের নগোন্নয়ন মন্ত্রী সুরেশ শর্মা বলেন, ‘আমরা প্রস্তাবটি বিবেচনা করছি’।
নাম বদলের সিদ্ধান্ত বিজেপি পরিচালিত রাজ্য বা পুরসভার কাছে নতুন নয়। দিল্লি থেকে উত্তরপ্রদেশ সর্বত্রই রাস্তা থেকে শহরের নাম পাল্টানো চলছে। মুঘলসরাই স্টেশনের নাম পাল্টে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন এবং ইলাহাবাদ জেলার নাম প্রয়াগরাজ করা হয়েছে। বিহারের বখতিয়ারপুর এবং হাজিপুরের নাম বদলের দাবি করেছে বিজেপি।কিন্তু এবার রবীন্দ্রনাথের উপরে খাঁড়া ঝোলায় অশনি সঙ্কেত দেখছেন বিহারের বাঙালিরা। পটনা পুরসভার ডেপুটি কমিশনার বিশাল আনন্দ অবশ্য বিষয়টি নিয়ে বিতর্ক এড়াতে চেয়েছেন। তিনি বলেন, ‘ডাকবাংলো চকের নাম পাল্টানো নিয়ে বিতর্ক হতে পারে বলেই বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে’।