ইউরোপিয়ান ফুটবলে চলছে বড়দিনের ছুটি। তারকারা উৎসবমুখর সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। বড়দিনের নানারকম ছবি ও ভিডিও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। দেখে নেওয়া যাক কয়েকজন তারকা ফুটবলারের বড়দিনের ছবি—

পরিবারের সঙ্গে বার্সেলোনা ও আর্জেন্টাইন মহাতারকা মেসি

পরিবারে সাথে ব্যালন ডি’ওর জয়ী মদ্রিচ

পরিবারের সাথে ব্রাজিল মহাতারকা নেইমার

বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের নিয়ে রোনালদো

ব্রাজিল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ক্রিসমাস ট্রির সামনে শুয়ে কাকে ফোন করার ভান করলেন?

বড়দিনে ভক্তদের হাসি উপহার দিলেন ডেভিড বেকহাম।

মেয়েকে কাঁধে তুলে ফ্রেমবন্দী হলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কাস রোহো।

স্পেন ও বার্সেলোনা তারকা ডেভিড ভিয়া বড়দিন কাটালেন পরিবারের সঙ্গে।

বড়দিনে সঙ্গী টনিকে নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জন টেরি।

স্ত্রী আনা ইভানোভিচকে নিয়ে জার্মানির প্রাক্তন মিডফিল্ডার বাস্তিয়ান সোয়েনস্টাইগার।

বড়দিনে কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ।

বড়দিনে সান্তা ক্লজের টুপি পড়লেন পর্তুগাল কিংবদন্তি লুই ফিগো।

বড়দিনে ছেলেকে নিয়ে ঘুরতে বেরোলেন বায়ার্ন মিউনিখ তারকা লেভানডভস্কি।

বড়দিনেও শিরোপার কাছাকাছি থাকলেন স্পেন ও রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

ক্রিসমাস ট্রির সামনে আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি এবং তাঁর পরিবার।
ছবি সৌজন্য:- সোশ্যাল মিডিয়া