চোট সারিয়ে ফুল ফিট না হয়ে ওঠায় শিলং লাজং ম্যাচেও নেই সনি৷ নতুন বছরেই মোহনবাগানের হয়ে ম্যাচ খেলতে দেখা যেতে পারে হয়তো তাঁকে৷
ডার্বি ম্যাচে হারের পর মুষড়ে ছিল বাগান শিবির। মিনার্ভার বিরুদ্ধে জয়ে চনমনে ভাব ফিরে এসেছে। ফুটবলারদের শরীরী ভাষায় সেটা ধরা পড়েছে। লাজং ম্যাচ জিতে লিগ টেবিলের ওপরের দিকে উঠে আসার মরিয়া ভাবটা রয়েছে। শিবিরে যোগ হয়েছে আরও একটা স্বস্তির খবর। ঊরুর পেশির চোটের জন্য ডার্বিতে খেলতে না পারা সনি নর্ডি নিজেই জানালেন, রবিবার লাজং ম্যাচে না পারলেও ২৮ ডিসেম্বর নেরোকার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামার একটা সম্ভবনা আছে।
তবে শুক্রুবার বাগান অনুশীলেন হাজির ছিল খুদে সনি৷ জন্মদিনে মোহনবাগানের প্রস্তুতিতে বাবার সঙ্গে খুনসুটিতে মাততে দেখা গেল জুনিয়র নর্ডিকে৷ কখনও বল পায়ে, কখনও আবার মাথায় ফ্যান্সি টুপি পড়ে মাঠ চসে বেড়াল জুনিয়র হাইতিয়ান৷ প্রসঙ্গত শুক্রবার ছিল বাগানের তারকা স্ট্রাইকার সনি নর্ডির ছেলে আবিচির দ্বিতীয় জন্মদিন৷ বাবার সঙ্গে এই প্রথমবার মাঠে এল জুনিয়র নর্ডি৷ প্রস্তুতিতে সবার চোখ ছিল তাঁর দিকেই৷
সাত দিনে তিন ম্যাচ৷ ডার্বি হারের পর দু’দিনের ব্যবধানে অ্যাওয়ে ম্যাচে মিনার্ভা, ফের তিন দিনের ব্যবধান ঘরের মাঠে শিলং লাজংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলবেন হেনরি-ডিকারা৷ টানা ম্যাচের ধকল কাটাতে পুরো দলই এদিন হালকা অনুশীলন করে৷ ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরই এদিন জোড় দিলেন বাগান কোচ শংকরলাল চক্রবর্তী৷ অন্যদিকে কার্ড সমস্যা কাটিয়ে রবি সন্ধ্যার ম্যাচে বাগানের রক্ষণে ফিরছেন কিংসলে৷ ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গঙ্গাপারের ক্লাব এখন লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে৷