রামমন্দির নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বহুদিন ধরেই তা আদালতের বিচারাধীন। তবে পূর্ব প্রতিশ্রুতি না রেখে, দায় ঝেড়ে ফেলতে এখন আদালতের কোর্টেই বল ঠেলছে বিজেপি। এবার এমন অভিযোগ করল খোদ বিজেপির শরিক দল শিবসেনাই। তাদের দাবি, রামমন্দির নির্মাণ ইস্যু এখন বিজেপির ‘জুমলা’য় পরিণত হয়েছে। এই জুমলাই ক্ষমতা থেকে উৎখাত করবে তাদের।
দলীয় মুখপত্র ‘সামনা’য় পদ্মশিবিরকে বিঁধে শিবসেনা লিখেছে, ‘৩ রাজ্যে হারের পরও জাগেনি বিজেপি। এখনও কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে মোদী সরকার। ভাগবত গীতার শ্লোক উদ্ধৃতি করে অহংকার এবং আমিত্বের পরিণতি সম্পর্কে বারবার সতর্ক করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিজেপির নীতি কেমন হওয়া উচিত তার রূপরেখাও দিয়েছেন তিনি। কিন্তু তাঁর কথা শুনতে রাজি নয় বিজেপি। অযোধ্যায় রামলালার মন্দির দেখতে চায় গোটা দেশ। দেশবাসীকে সেই স্বপ্নপূরণের প্রতিশ্রুতি দিয়েই ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল তাঁরা। তবে এখন মন্দির নির্মাণ বিজেপির জুমলা ছাড়া কিছু নয়। বিজেপির শেষের শুরু হয়েছে।’
‘আচ্ছে দিন’-এর স্লোগান নিয়েও বিজেপিকে কটাক্ষ করেছে শিবসেনা। তাদের কথায়, ‘ভগবান রামের আচ্ছে দিন আসবে কবে? ২৫ বছর ধরে তাঁবুতেই ঠাঁই হয়েছে রামচন্দ্রের। কিন্তু ক্ষমতা যাঁদের হাতে, গদিতে বসে আছেন তাঁরা। মন্দির নির্মাণের জন্য নানা সংগঠন থেকেই বিজেপিকে চাপ দেওয়া হচ্ছে। প্রতিটি বৈঠকেই এই দাবি উঠছে। কিন্তু তবুও কোনও হেলদোল নেই গেরুয়া শিবিরের।’
উদ্ধব ঠাকরের দলের দাবি, ‘মন্দিরের জন্য অর্ডিন্যান্স হল না। কিন্তু বাবরি মসজিদ ধ্বংস নিয়ে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেগুলােও তো তুলে নেওয়া হয়নি!’




