শীত পড়লেই কলকাতা জুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়ে যায়। ঠাণ্ডার প্রকোপ অতটা না বোঝা গেলেও আনন্দের কমতি নেই। মেলার মরশুম শুরু হয়ে গেছে। আর এবার সম্পূর্ণ নতুন ভাবনার এক মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। বর্তমান প্রজন্মের প্রতিভাবান শিল্পীর খোঁজে সঙ্গীত মেলা করছে সরকার। এই প্রথমবার সেই মঞ্চে ছাত্রছাত্রীরা সুযোগ পাবে। আজ আলিপুরে উত্তীর্ণ মঞ্চে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার শুভ সূচনা করবেন।
আজ অর্থাৎ ১৪ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত এই মেলা হতে চলেছে। শহর জুড়ে মূল দশ মঞ্চের পাশাপাশি মোট ৩২টি পাড়ায় বসবে গানের আসর, যার নাম দেওয়া হয়েছে ‘পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা’। তাছাড়াও শহরের ৪টি এলাকাতে নিয়ম করে বসতে চলেছে সঙ্গীতের আসর। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এই মেলার সাথেই ১৪ তারিখ থেকে ১৮ তারিখ নন্দনের একতারা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসব।
সঙ্গীত মেলায় সুযোগ দেওয়া হবে স্কুল এবং কলেজ পড়ুয়াদের। এই কারণে কলকাতা এবং জেলার ৩২টি স্কুল ১৬টি কলেজের ১২০০ ছাত্রছাত্রীকে নির্বাচন করা হয়েছে। থাকবে বিভিন্ন উঠতি ব্যান্ডও। থাকছেন প্রায় ১৬০০ লোকশিল্পীরাও। স্থানীয় শিল্পীদের সঙ্গে অল্প হলেও খ্যাতনামা শিল্পীদের আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।