রাজ্যে শীত আসার পর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া একটি নিম্নচাপ অক্ষরেখার জেরে আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে৷ সেই সম্ভাবনাকেই উসকে দিয়ে দফতর জানাল নিম্নচাপের সূত্রেই পাকাপাকি ভাবে শীত আসবে কলকাতায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার দুপুর বা রাত থেকে সোমবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
এই মরশুমের একেবারে প্রথম দিকে বেশ ঠাণ্ডা হাওয়া অনুভূত হলেও তারপর থেকেই শীতের কোন পাত্তা পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেখা মিললেও শীত কিছুতেই স্থায়ী হচ্ছিল না। যদিও এই সপ্তাহের প্রায় রোজই ঠাণ্ডার প্রকোপ বোঝা গেছে।
কিন্তু শুক্রবার থেকে ফের বাড়তে থাকে তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রী যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ার ফলেই শীতের আমেজ বেশ খানিকটা কমেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।




