‘দেশে আর্থিক জরুরী অবস্থা জারি হয়েছে’। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বিজেপি বিরোধী জোটের সঙ্গে বৈঠক করতে দিল্লীতে আছেন মমতা। সেখান থেকেই একটি টুইট মারফত নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
ওই টুইটে মমতা লেখেন, ‘এমন নজিরবিহীন ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জনগণের অর্থ দেখভাল করে আরবিআই। কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা হচ্ছে। দেশের আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে।’
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে দায়িত্বভার গ্রহণের পর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছিলেন উর্জিত। সেই সময়েই মমতা তাঁকে বলেছিলেন, ‘রিজার্ভ ব্যাঙ্ককে যেন রাজনৈতিক ভাবে ব্যবহার না করা হয়’। ওয়াকিবহাল মহলের মতে, বাংলার মুখ্যমন্ত্রীকে দেওয়া সেই কথা রেখেছেন উর্জিত। তাঁদের দাবি, মোদী সরকার রিজার্ভ ব্যাঙ্ককে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাওয়াতেই গভর্নর পদ থেকে ইস্তফা দিলেন উর্জিত।
প্রসঙ্গত, ২০১৬ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হওয়ার পর উর্জিত প্যাটেলের সময়কাল আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বহাল ছিল।