১৯৮০ সালের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার সুনীল অরোরা এবার নতুন পদাধিকারী। রবিবার দেশের ২৩ তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন তিনি। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সাধারণ মানুষের একান্ত সহযোগিতা চেয়েছেন তিনি।
কমিশনারের দায়িত্ব গ্রহণ করার পরে, সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০১৯ সালের লোকসভা ভোটের তদারকি এবং দেশের ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দায়িত্ব তাঁর। তার সঙ্গে আগামী বছরে জম্মু-কাশ্মীর, উড়িষ্যা, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, সিকিমের বিধানসভা ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন করার গুরু দায়িত্বও নিয়েছেন তিনি।
সুনীল অরোরা এক সময়ে তথ্য-সম্প্রচার মন্ত্রকের সচিব ছিলেন। শুধু তাই নয়, কৌশল বৃদ্ধি এবং উদ্যোগ মন্ত্রকের সচিব পদেও কাজ করেছেন তিনি। একই সঙ্গে অর্থ এবং বস্ত্র মন্ত্রক ও যোজনা কমিশনের দায়িত্ব সামলেছেন সুদক্ষ ভাবে। ১৯৯৩ থেকে ’৯৮ সাল পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রীর সচিব ছিলেন তিনি। ভীষণ দক্ষতায় সামলেছেন তথ্য এবং জনসংযোগ, শিল্প এবং বিনিয়োগ দফতরের গুরুদায়িত্ব।
৬২ বছরের অরোরার কার্যকালের মেয়াদ ২০২১ সালের অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য, ২০১৭ সালে ৩১ অগাস্ট নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হন তিনি। ওম প্রকাশ রাওয়াতের স্থলাভিষিক্ত অরোরা জানিয়েছেন, কমিশনের প্রত্যেকে যাতে ভারতীয় সংবিধানের অধীনে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা পূরণে যথাযথ পদক্ষেপ নেন, সেই বিষয়ে প্রথম থেকেই গুরুত্ব দেবেন তিনি৷ এর আগে বহু গুরুত্বপূর্ণ পদ এবং দফতর যেভাবে দক্ষ হাতে সামলেছেন তিনি, এবার নির্বাচনের যাবতীয় কার্যকলাপ তিনি সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷