ভোট টানতে ময়দানে নেতাজীকে নামিয়ে দিয়েছে বিজেপি। এবার ভোট বৈতরণী পেরতে অমিতাভ বচ্চনের দ্বারস্থ হল মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘বুদ্ধি’ খাটিয়ে বচ্চনকে কাজে লাগাবে বিজেপি।
কেন ‘বুদ্ধি’ করে? কারণ, অমিতাভ বচ্চন সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপি দলের হয়ে কোনও প্রচার করবেন না। তবে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার করতে আপত্তি নেই তাঁর।
মোদী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, ‘অমিতাভ কংগ্রেসের সঙ্গে ছিলেন। মুলায়ম সিং যাদবের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর। তাই বুদ্ধি খাটিয়ে তাঁকে কাজে লাগাতে হবে’। এর আগে মোদী অমিতাভকে দিয়ে গুজরাট সরকারের প্রচার করিয়েছেন। কিন্তু সেখানেও অমিতাভ সরাসরি সরকারের প্রচার করেন নি। গুজরাতের গির অরণ্য বা বা কচ্ছের রনের কথা বলেছেন। তিনি রাজনীতির কথা বলেন না। শুধু তাই নয়, জানা গেছে অমিতাভ মোদীকে বলেছেন, এই কাজের জন্য তিনি সরকারের থেকে একটি পয়সাও নেবেন না।
অমিতাভ নিজেও টুইট করে জানিয়েছেন এ কথা। জানিয়েছেন, তিনি বিজেপি বা ব্যক্তি মোদীর বিজ্ঞাপনের ছবিতে অংশ নিচ্ছেন না। তিনি সরকারি কর্মসূচীর জন্য কাজ করবেন।
সেই অনুযায়ী, ল্যান্ডলাইন ও মোবাইলে শুরু হয়েছে অমিতাভের প্রচার। দিল্লী এবং উত্তরপ্রদেশ- সহ হিন্দিভাষী কিছু রাজ্যে চালু হয়েছে এই প্রচার কাজ। সেখানে মোবাইল কানে দিলেই শোনা যাচ্ছে, ‘ম্যায় অমিতাভ বচ্চন বোল রহা হুঁ!’ তিনি আরও জানতে চাইছেন, ‘আপনার শৌচালয় পরিচ্ছন্ন তো ? খাটা পায়খানা ব্যবহার করেন না তো? পাড়ার সকলের শৌচালয় পরিচ্ছন্ন?’ সম্পূর্ণ কথোপকথনটি হছে একমুখী।
বিজেপি মনে করছে, এখন গ্রামের প্রত্যন্ত মানুষও মোবাইল ব্যবহার করেন। তাই অমিতাভ সরাসরি ফোনে কথা বললে সাধারণ দোকানদার, মাছ চাষী থেকে শুরু করে নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের কাছে ২০১৯-এরও আগে সুকৌশলে পৌঁছে যাওয়া যাবে।