এর আগেও বহুবার তাঁর টুইট বা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। তবে তাতেও দমে জাননি মেঘালয়ের ‘হিন্দুত্ববাদী’ রাজ্যপাল তথাগত রায়। ‘১০ বছর আগে এই আজকের দিনেই মুম্বই হামলা চালানোর সময় বেছে বেছে মুসলিমদের অব্যাহতি দিয়েছিল ১০ পাকিস্তানি জঙ্গি।’ ২৬/১১ মুম্বই হামলার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল এমন টুইট করে আবারও বিতর্কের শিরোনামে তিনি। তাঁর এই টুইট ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়ে যায়। এরপরই সমালোচনার ঝড়ের মুখে পড়ে টুইট ডিলিট করে দেন তিনি।
টুইটারে তথাগত লেখেন, পাকিস্তানের মদতে মুম্বইয়ে মুসলিম বাদে অন্যান্য নিরীহ মানুষকে হত্যা করার আজ দশ বছর পূর্তি। এরপরেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমরা কেন আরও খারাপ করিনি, তা কেউ ভেবে দেখেছে? এমন সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসুন, যুদ্ধে অবতীর্ণ হই। টুইটটি করার অল্প সময়ের মধ্যেই তিনি ডিলিট করে দেন।
এরপরেই বিপাকে পড়ে তাঁর আগের বক্তব্যের জন্য অজুহাত খাঁড়া আরও একটি টুইট করেন তথাগত। সেখানে তিনি লেখেন, ২৬/১১-এ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা মুসলিমদের অব্যাহতি দিয়েছিল, এই তথ্য আমায় দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে এমন ভিত্তিহীন ও ভুল তথ্যের সত্যতা বিচার না করেই সোশ্যাল মিডিয়ায় তা ছড়াচ্ছেন এক রাজ্যের রাজ্যপাল! তবে কি হিন্দুত্ববাদী বলে পরিচিত তথাগত, ‘সাম্প্রদায়িক’ বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে দেশে ধর্মীয় ও ভাগাভাগির রাজনীতিকে উস্কে দিতে চাইছেন? প্রশ্ন তুলছেন রাজনীতিবিদদের একাংশ।