দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধনের সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের একমাত্র পরিবেশ-বান্ধব বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল গ্রিন ইউনিভার্সিটির নাম রানি রাসমণির নামে করা হবে৷
সেই কথা রাখতেই গতকাল বিধানসভায় রাজ্য শিক্ষা দফতর এই বিষয়ে একটি নতুন সংশোধনী নিয়ে এসেছে৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আনা এই সংশোধনীটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে৷
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘এর আগে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে মনীষীর নামে নামকরণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শে৷ রানি রাসমণির মূর্তির সংস্কার এবং তা নতুন ভাবে সাজানোও হয়েছে৷ পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁর ঐতিহাসিক সামাজিক অবদানের কথা৷’
গতকালের আলোচনাসভায় যোগদান করেছিলেন ব্রজমোহন মজুমদার, স্বর্ণকমল সাহা, জ্যোতির্ময় কর৷ ব্রজমোহন বাবু বলেছেন, ‘হাওড়ায় রানি রাসমণির অনেক জমি বেহাত হয়ে যাচ্ছে, সরকারই তা রক্ষা করবে৷’
কলকাতা শহরে রানি রাসমণির অবদান অনেক৷ তাই তাঁকে সম্মান জানাতেই তাঁর ২২৫তম জন্মবর্ষে রাজ্য সরকারের এই উদ্যোগ৷ রাজ্যের একমাত্র পরিবেশ-বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি তো ছিলই, তার সাথে যোগ হল নতুন নাম ‘রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি’৷