৫ রাজ্যের বিধানসভা নির্বাচনই আসলে ২০১৯-এর মূল লড়াইয়ের সেমিফাইনাল। তাই এমনিতেই চাপে গেরুয়া শিবির। নির্বাচনী তালিকা তৈরি করতে গিয়েও কালঘাম ছুটছে মোদী অ্যান্ড কোম্পানীর। সর্বক্ষণই হারের জুজু এখন থেকেই তাড়া করে বেড়াচ্ছে তাদের। তবে নির্বাচনের আগেই হোঁচট খেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আছাড় খাওয়ার পর এবার ব্যালান্স রাখতে না পেরে পা ফসকে পড়লেন মোদীর সেনাপতি৷
মধ্যপ্রদেশের অশোকনগরে ভোট প্রচারে গিয়ে ঘটে এমনই বিপর্যয়৷ পরশু মিজোরামে প্রচারে গিয়ে হেলিকপ্টার থেকে নামার সময়ে সিঁড়িতে হড়কে গেছিল পা। আর আজ তুলসি পার্কে প্রচারের রথ থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। তবে আশপাশের লোকেরা ধরে ফেলায় তিনি তড়িঘড়ি সামলে নেন নিজেকে।
দলীয় সূত্রের খবর, গুরুতর কোনও চোট-আঘাত পাননি অমিত। তবে তাঁর পড়ে যাওয়ার ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মন্তব্যেই বন্যা বয়ে যায়। এমনও মন্তব্য আসে, ‘পতনের এই তো সবে শুরু। এর চেয়েও রোমাঞ্চকর দৃশ্য দেখা যাবে ২০১৯-এর লোকসভা ভোটে।’ এমন কটাক্ষ করছেন বিরোধীরাও।
তবে কি ভোটের দৌড়ঝাঁপে ক্লান্ত বিজেপি সভাপতি? ৫ রাজ্যে জয় ছিনিয়ে আনতে যথাসাধ্য দৌড়ঝাঁপ করছেন অমিত। প্রচারে গিয়ে ভারী চেহারা নিয়েই মঞ্চে, হেলিকপ্টারে, রথে, গাড়িতে ওঠানামা করতে হচ্ছে তাঁকে। কিন্তু রাজনীতিতে তো এমন ওঠানামা লেগেই থাকে। তখন টাল সামলাতে পারবেন তো তিনি? দলের অন্দরেও উঠছে এমন সব প্রশ্নই। মোদ্দা কথা দলের সেনাপতির এই হোঁচট খাওয়া কোনও অশুভ ইঙ্গিত কিনা তা-ই এখন একমাত্র চর্চার বিষয় গেরুয়া শিবিরে।
https://www.facebook.com/ekhonkhobor18/videos/2457007144339757/